অপহরণের ৪ দিন পর ফেনীতে স্কুলছাত্রী উদ্ধার • নতুন ফেনীনতুন ফেনী অপহরণের ৪ দিন পর ফেনীতে স্কুলছাত্রী উদ্ধার • নতুন ফেনী
 ফেনী |
২২ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

অপহরণের ৪ দিন পর ফেনীতে স্কুলছাত্রী উদ্ধার

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৩৬ অপরাহ্ণ, ২৮ এপ্রিল ২০১৮

নতুন ফেনী ডেস্ক>>
সোনাাগাজীতে অপহরণের ৪দিন পর ফেনী থেকে এক স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী মোঃ লোকমান হোসেন লিটন (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার ফেনী শহরের মহিপাল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ২৪ এপ্রিল মঙ্গলবার সকালে সোনাগাজী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীতে পড়–য়া ওই ছাত্রী স্কুলে যাওয়ার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা লিটন ও তার সহযোগিরা জোরপূর্বক সিএনজি চালিত অটোরিক্সায় তুলে নেয়। পরিবারের স্বজনরা অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পরদিন সোনাগাজী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মহিপাল বাসস্ট্যান্ড এলাকার একটি বাসে অভিযান চালিয়ে অপহৃতা স্কুল ছাত্রীসহ লিটনকে আটক করে। আটককৃত লিটন সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইত কান্দি গ্রাামের আহছান উল্যাহর ছেলে।
এ ঘটনায় বখাটে লোকমানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ জানান, ডাক্তারী পরিক্ষার জন্য স্কুল ছাত্রীটিকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
সম্পাদনা: আরএইচ/এএইচআর

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.