নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে অস্ত্র ও মাদকসহ মো: ফারুক প্রকাশ ফেনসিডিল ফারুককে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার শহরতলীর বারাহিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশের একটি চৌকশ দল। এসময় ১টি দেশীয় এলজি, ২টি কার্তুজ ও ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ওমর ফারুককে হাতেনাতে গ্রেফতার করা হয়। সে একই এলাকার মো. মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) মো. রাশেদ খান চৌধুরী অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদনা: আরএইচ/এটি







