নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ ট্রাক জব্দ করেছে র্যাব। বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে ট্রাক যোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছে। র্যাবের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করতে থাকে। এ সময় একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৪-৭৩০০) এর গতিবিধি সন্দেহ হলে র্যাব সদস্যরা মিনি ট্রাকটিকে থামায়। ট্রাক থেকে ঢাকা ধামরাই রূপনগর মৃত. মনির উদ্দিন এর ছেলে মো. হাসান (২৭), ও ঢাকা ধামরাই উপজেলার কাইজার কুন্ড গ্রামের মো. শামসুর ছেলে মো. মনির হোসেন (৩২) কে আটক করে।
এদিকে ট্রাকটি তল্লাশী করে ভিতরে লুকানো অবস্থায় ১১ হাজার ৬শ ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয় ও ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫৮ লাখ ১৫ হাজার টাকা, জব্দকৃত ট্রাক এর আনুমানিক মূল্য ২২ লাখ টাকা।
ফেনীস্থ র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সাফায়াত জামিল ফাহিম বিপুল পরিমান মাদকসহ দুইজনকে আটক ও ট্রাক জব্দ করার তথ্য নিশ্চিত করেছেন।
সম্পাদনা: আরএইচ/এনকে