দুটি কিডনি নষ্ট হয়ে অসহায় জীবন-যাপন করেছে আমান উল্যাহর (৪২)। দীর্ঘদিন ভারতের মাদ্রাজ, ঢাকা ও চট্টগ্রামে চিকিৎসা করিয়ে নি:স্ব হয়ে পড়েছেন তিনি। এদিকে কিডনি জোগাড় হলেও টাকার অভাবে পুর্ণাঙ্গ চিকিৎসা করতে পারছেন না তিনি। তাঁর চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি সহযোগিতা চেয়েছেন তিনি।
স্ত্রী ও দুই ছেলে সন্তান নিয়ে ভালোই দিনাতিপাত করছিলেন মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম সোনাই গ্রামের আমান উল্যাহ। ২০১৬ সালে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে চিকিৎসায় নষ্ট হয়ে যাওয়া কিডনি নষ্ট ধরা পড়ে। পরে ভারতের মাদ্রাজ, ঢাকা ও চট্টগ্রামের চিকিৎসা করিয়ে সহায় সম্বল হারিয়ে নি:স্ব হয়ে পড়েছেন। বর্তমানে তিনি জাতীয় কিডনি ফাউন্ডেশনে ডা. প্রফেসর হারুন অর রশিদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তাঁর ওয়াদুদ ভূঁইয়া তাহসিন (৪) ও তানভীর ইকবাল নামে ২ মাসের একটি ছেলে সন্তান রয়েছে।
অসুস্থ্য আমান উল্যাহ জানান, এক নিকটাত্মীয় কিডনি দিবে বললেও টাকার অভাবে তা লাগাতে পারছি না। ডাক্তাররা বলেছেন, কিডনি সংযোজন করতে ২৫ লাখ টাকার মতো খরচ হতে পারে। তিনি সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেছেন।
আমান উল্যাহকে সহযোগিতা করতে চাইলে তাঁর ব্যক্তিগত নম্বরে (০১৮১৫৮২৩২৭২) যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল। এ ছাড়াও ইসলামী ব্যাংক বারইয়ারহাট শাখা, একাউন্ট নং- ৬০৮০ নম্বরে সহযোগিতা পাঠাতে পারেন।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ