শহর প্রতিনিধি>>
বিএনপি জামায়াত জোটের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফেনী শহরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন । বৃহস্পতিবার দুপুরে মিছিলটি পৌর প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দোয়েল চত্ত্বরে সমাবেশে মিলিত হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশিদ মজুমদার, পৌর সাধারণ সম্পাদক আবদুল করিম, সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আফসার আপন ও সাধারণ সম্পাদক করিম উল্লাহ আজাদ প্রমূখ। বিক্ষোভে দলটির জেলা ও উপজেলার নেতা কর্মীরা অংশ নেয়।
সম্পাদনা: এনকে







