সদর প্রতিনিধি>>
সারাদেশের ন্যায় ফেনীতেও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে ২০১৫ সালের নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বৃহস্পতিবার দুপুরে ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে ফেনী জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীর খোন্দকার প্রধান অতিথি হিসেবে থেকে এ উৎসবের উদ্বোধন করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিথি ছিলেন ফেনী জেলা পরিষদের প্রধান নির্বাহী বিশ্বজিত ভট্টচার্য্য খোকন, ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার ভূমি (সদর) রাবেয়া বসরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী প্রেসক্লাবের সভাপতি বখতেয়ার ইসলাম মুন্না। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফেনী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোশারফ হোসেন মিলন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আবদুল কাদির মিয়া। প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও বিপুল পরিমানে শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
সম্পাদনা: এনকে








