সোনাগাজী পৌর চত্বরের উপজেলার একমাত্র এসি মার্কেটে তালা দিয়েছে মার্কেটের ব্যবসায়ীরা। মঙ্গলার সকালে মালিক ভাড়াটিয়ার দ্বন্ধের ফলে এমন ঘটনা ঘটে।
সূত্রে জানাযায়, দোকান বাড়া ও সিকিউরিটি বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন চলমান দ্বন্ধের জেরে মঙ্গলবার সকালে মার্কেটের মালিক মোশারফ হোসেন বিদ্যুতের লাইন কেটে দেয় এবং শৌচাগারে তালা লাগিয়ে দিলে ভাড়াটিয়ারা এর প্রতিক্রিয়ায় পুরো মার্কেট জুড়ে তালা লাগিয়ে দিয়ে প্রতিবাদ জানায়। এতে মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত ইসলামী ব্যাংক কর্মকর্তারা ভিতরে আটকে পড়ে বন্ধ হয়ে যায় ব্যাংকিং কার্যক্রম।
পরে সোনাগাজী মডেল থানা পুলিশের সহযোগীতায় ব্যাংকের কার্যক্রম সচল করা গেলেও মালিক ভাড়াটিয়া দ্বন্ধে এখনো বন্ধ রয়েছে মার্কেটের দোকান পাট।
রাকিব প্লাজা এসি মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি জহির উদ্দিন বাবর জানান, সকালে মার্কেটে প্রবেশ করে প্রতিষ্ঠান চালু করতে গেলে বিদ্যুতের লাইন বন্ধ পাওয়া যায় এবং শৌচাগারও তালা দেয়া দেখা যায়। পরবর্তীতে মার্কেট মালিকের সাথে কথা বলতে চাইলে তিনি আমাদের সিকিউরিটি ও ভাড়া না বাড়ালে বিদ্যুতের লাইন না দেয়ার হুমকি দেয়। তখন বিদ্যুৎ ছাড়া পুরো মার্কেট অন্ধকার হয়ে যাওয়াতে আমরা সমিতির সিদ্ধান্তে মার্কেটের গেইটে তালা লাগিয়ে দিতে বাধ্য হয়। পরবর্তীতে সোনাগাজী পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন মার্কেট মালিক ও আমাদের ব্যবসায়ীদের সোনাগাজী বনিক সমিতির সভাপতি নুরনবীর নিকট সমাধানের জন্য পাঠায়। ঐখানে দীর্ঘ সময় চেষ্টা করেও মালিক পক্ষ বিদ্যুতের লাইন দিতে সম্মতি প্রকাশ করেননি। এসি মার্কেট হলেও মার্কেটে এসিই চালানো হয়না।
তিনি আরো বলেন, আমরা বিরোধ নয় বরং সুষ্ঠ পরিবেশে গ্রহনযোগ্য সমাঝোতার মাধ্যমে ব্যবসা শুরু করতে চাই সে ক্ষেত্রে আমরা মালিকের প্রতিপক্ষ নয় পরিপূরক হিসাবে মালিককে এগিয়ে আসার আহবান জানাচ্ছি। কেননা আমাদের একদিনের প্রতিষ্ঠান বন্ধে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছি।
মার্কেটের মালিক আলহাজ্ব মোশারফ হোসেন জানান, আমার যুক্তিগত দাবি মেনে না নেয়ায় বিদ্যুতের লাইন বন্ধে বাধ্য হয়েছি।
সোনাগাজী বাজার বনিক সমিতির সভাপতি ডাঃ নুর নবীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা অবগত আছি। মালিক ও ভাড়াতিয়া উভয় পক্ষ নিয়ে আমরা অতীতে বসেছি। সামনে সিদ্ধান্তের জন্য সবাইকে নিয়ে বসার পরবর্তী দিন দেয়া হয়েছে। কিন্তু মার্কেট মালিক আমাদের সাথে যোগাযোগ না করে মার্কেটের বিদ্যুতের লাইন বন্ধ করে দেয় ও শৌচাগারে তালা লাগিয়ে দেয়। এটা অন্তান্ত নিচু মানসিকতার বহিঃপ্রকাশ। ঘটনার পর মালিক ও ভাড়াটিয়া উভয় পক্ষ আমাদেরকে পূণরায় মৌখিক অভিযোগ দিলে আমরা দীর্ঘসময় অফিসে বসে সমাধানের চেষ্টা করেছি।
সম্পাদনা: আরএইচ/এএইচআর