ছাগলনাইয়ায় ইয়াবা ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড • নতুন ফেনীনতুন ফেনী ছাগলনাইয়ায় ইয়াবা ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড • নতুন ফেনী
 ফেনী |
১৩ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ছাগলনাইয়ায় ইয়াবা ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড

রাশেদুল হাসানরাশেদুল হাসান
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:০৩ অপরাহ্ণ, ১০ জুলাই ২০১৮

ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুরের জয়পুর গ্রামে মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে আটক ইয়াবা কারবারীকে ৬ মাসের কারাদন্ড ভ্রাম্যমান আদালত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর একটি বিশেষ দল ছাগলনাইয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদা ফাতেমা চৌধুরীর নের্তৃত্বে ছাগলনাইয়ার শুভপুর জয়পুর গ্রামের মনির আহম্মদ সওদাগর বাড়িস্থ মৃত শহিদ উল্যাহ এর বসত ঘরে অভিযান চালায়। এসময় মৃত শহিদ উল্যাহর ছেলে আবদুল হক (৩৩) এর দেহ তল্লাশী করে পরিহিত লুঙ্গির ডান কোচড়ে লুকায়িত অবৈধ মাদকদ্রব্য এ্যামফিটামিনযুক্ত ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে। আটক আবদুল হক অপরাধ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

ছাগনাইয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদা ফাতেমা চৌধুরী ইয়াবা কারবারীকে ৬ মাসের কারাদন্ড প্রদানের তথ্য নিশ্চিত করে বলেন, তাকে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদনা: আরএইচ/এনজেটি

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.