সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষদের মাঝে মৌসুমী ফল বিতরণ করেছে ফেনী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন। মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ।
ফনী কলেজের বর্তমান ক্যাডেট আন্ডার অফিসার হোসাইন আরমান’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর আন্ডার অফিসার আকতার হোসেন, সাবেক ক্যাডেট আন্ডার অফিসার আজগর আলীসহ কলেজের অন্যান্যক্যাডেটরা।
অনুষ্ঠানে ফেনী ট্রাংক রোড়, বড় বাজার, কলেজ রোড়ের ভিক্ষুক, রিকশাচালক, সুবিধাবঞ্চিত শিশুসহ প্রায় শতাধিক লোকের মাঝে আম, জাম, কাঁঠাল, আনারস, পেয়ারা,গাব, পপেয়ালা, লটকন বিতরণ করেন।
সম্পাদনা: আরএইচ/এইচআর