নতুন ফেনী ডেস্ক >>
ইয়াং টাইগার্স অনুর্ধ-১৪ চট্টগ্রাম বিভাগীয় চুড়ান্ত পর্বের খেলা বৃহস্পতিবার ফেনী ভাষা শহীদ সালাম ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফাইনালে নোয়াখালীকে হারিয়ে চ্যাম্পিয়নশীপ অর্জন করে বি.বাড়ীয়া অনুর্ধ-১৪ দল। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রিকেট উপ-কমিটির চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ চৌধুরী মুকুটের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহারের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফেনী জর্জ কোর্টের জি.পি এ্যাড: প্রিয়রঞ্জন দত্ত। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী কমিটির সদস্য দেলোয়ার হোসেন ডালিম, মিজানুর রহমান হাজারী (সজীব) ও বিসিবির ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন (রবিন) সহ জেলার ক্রীড়ামোদি দর্শকবৃন্দ। উক্ত খেলায় নোয়াখালী অনুর্ধ-১৪ জেলা দল বি. বাড়ীয়া অনুর্ধ-১৪ জেলা দলকে ১৫০ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয় নোয়াখালী জেলা দলের আলভী হক।
সম্পাদনা: এনকে
ইয়াং টাইগার্স অনুর্ধ-১৪ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ







