নতুন ফেনী ডেস্ক>>
ফেনীতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালী থেকে ককটেল বিস্ফোরণের ঘটনায় শুক্রবার বিকেলে ছাত্রদল-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রদলকর্মীরা বেশ কয়েকটি গাড়ী ও দোকানপাট ভাংচুর করে। এসময় বাধা দিতে গিয়ে পুলিশের সাথে ছাত্রদলকর্মীদের দাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পথচারীসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ১০ রাউন্ড ফাকা গুলি ও ৫ রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে ২৮ জনকে আটক করে পুলিশ।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, শুক্রবার বিকালে শহরের টেলিফোন ভবনের এলাকা থেকে বর্ণাঢ্যা র্যালী বের করে জেলা ছাত্রদল। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফেরার পথে ইসলামপুর রাস্তার মাথায় মিছিল থেকে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে বেশকয়েকটি গাড়ী ও দাকানপাট ভাংচুর করে ছাত্রদলকর্মীরা। পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে ঘন্টাব্যাপী চলা সংর্ঘষে পথচারীসহ ১২ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ১০ রাউন্ড ফাকা গুলি ও ৫ রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এ সময় বিক্ষুদ্ধ ছাত্রদলকর্মীরা এসএসকে সড়কের ১টি প্রাইভেট কার, ৬টি সিএনজি অটোরিক্সা, ১টি ট্রাক ও মাকেট-দোকানপাট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে বেশ কয়েকটি গাড়ী ভাংচুর করে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে ২৮ জনকে আটক করেছে পুলিশ।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোরশেদ ২৮জন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখনশান্ত রয়েছে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
সম্পাদনা: আরএইচ/এমইউপি
ছাত্রদল-পুলিশ সংঘর্ষের এক্সক্লুসিভ ভিডিও







