শহর প্রতিনিধি>>
ফেনীতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর শোভা যাত্রায় সংঘর্ষে আহত ফারিয়া ইয়াসমীন সবনম (৪২)কে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
আহতের পরিবার জানায়, শুক্রবার বিকালে শহরে গুরুত্ব পূর্ণ কাজ সারতে আসেন ফারিয়া ইয়াসমিন। হঠাৎ ছাত্রদলের শোভাযাত্রায় গোলাগোলি শুরু হলে ফারিয়া মাইক্রো বাসে আটকা পড়ে। পরে গাড়ি থেকে নেমে দিকবিদিক ছুটোছুটি করতে গিয়ে ইটপার্টকেলের আঘাতে সে মারাত্বক ভাবে আহত হন। পথচারীরা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে প্রেরণ করলে কতব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত ফারিয়া হাজী নজির আহাম্মদ গ্রুপের পরিচালক হাজী নুর ইসলামের স্ত্রী।
ফেনী সদর হাসপাতালের রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার (আরএমও) গোলাম মাওলা জানান, ফারিয়ার মাথায় ও শরীরে বেশ কিছু আঘাতের ছিহ্ন পাওয়া গেছে।
সম্পদনা: এনকে
ছাত্রদলের সংঘর্ষে আহত ফারিয়াকে ঢাকায় স্থানান্তর







