ফেনীতে বাল্য বিবাহ ও মাদককে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে কালীদহ এস সি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শপথ পাঠ করান ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ সাজেদুল ইসলাম।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম-মহাসচিব মহিউদ্দিন খোন্দকার, সময় টিভির ব্যুরো প্রতিবেদক মোঃ আতিয়ার সজল, শিক্ষানুরী মোঃ শাহজাহান প্রমুখ।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক, যৌন হয়রানি ও বাল্য বিবাহকে লাল কার্ড, দেশপ্রেম, মানবতাকে সবুজ কার্ড প্রদর্শন, শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সদস্যরা টিফিনের টাকা বাঁচিয়ে সারা দেশের বিভিন্ন স্থানে এ ধরনের কর্মসূচির আয়োজন করে যাচ্ছে। বিদ্যালয়ের প্রায় ৯০০ শত শিক্ষার্থী মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহকে না বলে শপথ নেন। নিয়মিত পড়াশুনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, কখনো মিথ্যা কথা না বলতে, ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে শপথ পাঠ করেন।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







