সোনাগাজীতে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সোনাগাজী মোঃ ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি,সহকারী কমিশনা (ভূমি) শাহরীন ফেরদৌসী, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন মজুমদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, উপজেলা হাঁস প্রজনন খামারের ব্যবস্থাপক ডাঃ জাহিদ বিন রশিদ, এনায়েত উল্যাহ মহিলা কলেজ অধ্যক্ষ নিতাই চরণ ভৌমিক, সোনাগাজী মোঃ ছাবের পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইস্কান্দার হানিফ প্রমুখ।
সম্পাদনা: আরএইচ/এএইচআর







