শহর প্রতিনিধি >>
ফেনী শহরে পৃথক অভিযান চালিয়ে ১৮৭ পিস ইয়াবা ও ৬ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব ও গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে এ ঘটনায় মাদক সহ ৩ জনকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিরে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-৭ এর একটি দল শহরের এসএসকে সড়কের বাংলা হোটেলের পিছনে অভিযান চালায়। এ সময় তল্লাশী করে ১৬২ পিস ইয়াবা ও ৬ গ্রাম হেরোইন সহ মনির হোসেন ও শুক্কুর আলী নামে ২ জনকে আটক করে। আটককৃত মনির হোসেন মাদারীপুর জেলার আবদুর রবের ছেলে। সে শহরের কামাল হাজারী সড়কের বাসিন্দা। আবদুস শুক্কুর একই জেলার নুর ইসলামের ছেলে। সে শহরের সহদেবপুর সুইপার কলোনীতে বসবাস করে। পরে র্যাবের এসআই আবু কাউছার বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদেরকে থানায় হস্তান্তর করেন। একই সময়ে গোয়েন্দা পুলিশের একটি দল মহিপাল প্লাজার সামনে সাইফুল ইসলাম নামের এক যুবকের দেহ তল্লাশী করে ২৫ পিস ইয়াবা উদ্ধার করে। সে পশ্চিম রামপুরের জালাল আহাম্মদের ছেলে।
ফেনীস্থ র্যাব-৭ এর পরিচালক মেজর আহাম্মদ হোসাইন মাদক উদ্ধার সহ ২ জনকে আটকের সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদনা: এনকে