সামাজিক সংগঠন আলোকিত ফেনী ফাউন্ডেশনের উদ্যোগে দাগনভূঞায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার দুপুরে সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের পুকুরে পোনা অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
ফাউন্ডেশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক ফেনীর সময় এর নিউজ ডেস্ক ইনচার্জ আরিফ আজমের সার্বিক তত্ত্বাবধানে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ, সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আবুল কালাম, কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মহিউদ্দিন বাবুল, থানার ওসি (তদন্ত) মো: ছমি উদ্দিন।
ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ও দৈনিক ফেনীর সময় শহর প্রতিনিধি ইলিয়াছ সুমন এবং ইমাম হোসেন মাসুদের ব্যবস্থাপনায় এসময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/এনকে







