কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তা, পরামর্শ ও ত্বত্ত্বাবধানে ফেনী জেলায় এবার রোপা আউশ ধানের বাম্পার পলন হয়েছে। এই উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর গ্রামে আউশ ধান প্রদর্শনী মাঠে শস্য কর্তন আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এই সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিতি ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক আবুল হোসেন তালুকদার, বিশেষ অতিথি ছিলেন ফেনীর উপপরিচালক মোঃ জয়েন উদ্দিন। উপস্থিত ছিলেন অতিরক্ত উপপরিচালক (শস্য) মোঃ একরাম উদ্দিন, ফেনী সদর উপজেলার কৃষি অফিসার আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম মজুমদার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মতিউর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার জসিম উদ্দিন, প্রনব চন্দ্র মজুমদার, মামুনুর রহমান ভূঁইয়সহ এলাকার ১৫ জন আউশ ধান আবাদকারী কৃষক।
স্থানীয় কৃষক মোঃ নুরুল হক জানান, কৃষি বিভাগ থেকে তিনি রাসায়নিক সার, ব্রি ধান-৪৮ জাতের বীজ, আন্তপরিচর্যা নগদ দেড় হাজার টাকা সহায়তা পেয়ে প্রদর্শনী বাস্তবায়ন করেন। এতে বেশী ফলন পেয়ে তিনি অনেক খুশি। আউশ মৌসুমে ধানের এমন বাম্পার ফলন দেখেএলাকার সকল আউশ আবাদকারী কৃষকগণ খুবই খুশি। তারা আগামী মৌসুমেও এ আবাদ সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন।
শস্যকর্তন শেষ অতিথিগণ একই গ্রামে কৃষক নারায়ন চন্দ্র দাস এর বাড়িতে ভার্মি কম্পোস্ট প্রদর্শনী এবং কৃষক নুর মিয়ার ভাসমান বীজ তলা পরিদর্শন করেন।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







