”বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো সাধারণ দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো” বলে মন্তব্য করেছেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। মঙ্গলবার ছাগলনাইয়া সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোহেল চৌধুরী আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্যায়ের বিরুদ্বে প্রতিবাদ করায় বিভিন্ন মেয়াদে ২৪ বছর অন্ধকারের মধ্যে কারাবাস করতে হয়েছিলো। বঙ্গবন্ধুর স্বপ্ন ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিবে। আমাদের বোনরা যাতে সমাজে মাঁথা উঁচু করে দাঁড়াতে পারে সেজন্য বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন এবং একটি ক্ষুদা ও দারিদ্র্যমুক্ত রাষ্ট্রে রুপান্তরিত করতে হলে বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় নিয়ে আসার আহবান জানান।
কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মোঃ হানিফ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন’র পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুসা, জেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক জমির উদ্দিন বাবু, দপ্তর সম্পাদক মোঃ হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন অভি, কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক আসিফ মজুমদার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ননী সহ আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ







