ফেনীতে দোয়া ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহের, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মিষ্টার, যুগ্ম-সম্পাদক অধ্যাপক এম এ খালেক, মনোয়ার হোসেন দুলাল, শহর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল, জেলা কৃষকদল সভাপতি সিরাজুল ইসলাম ও জেলা মহিলা দল সভাপতি জুলেখা আক্তার ডেইজি, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. জহিদুল ইসলাম শিমুলসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে দাগনভূঞায় প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চ পুড়ে দেয়ার অভিযোগ দলটির নেতাকর্মীরা। শুক্রবার ভোরে আলাইয়ার পুর বদরেন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সভা মঞ্চ ভাংচুর ও অগ্নিসংযোগ করে দুবৃত্ত্বরা।
দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন অভিযোগ করেন, রাতে ২টি মাইক্রোবাস ৩টি সিএনজি এবং আনুমানিক ১৫/১৬ টি হোন্ডা নিয়ে বিএনপির ৪০ বৎসর পূতি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্যানডেল ও স্টেজ এ আগুন লাগিয়ে চলে যায় সন্ত্রাসীরা । তিনি বলেন, পুলিশ সহযোগিতায় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।
এদিকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন জানান, বিএনপির অভ্ন্তরিন কোন্দলের কারনে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষমতাসীন দলের কেউ এ ঘটনার সাথে জড়িত নয়।
সম্পাদনা: আরএইচ/এনকে







