ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির তৃতীয়বার সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। স্কুলের অফিস কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার একেএম আলী জিন্নার সভাপতিত্বে সভাপতি নির্বাচন উপলক্ষে আয়োজিত বৈঠকে নবনির্বাচিত সদস্যরা তৃতীয় বারের মতো উপজেলা চেয়ারম্যানকে সভাপতি নির্বাচিত করেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য সচিব ও স্কুলের প্রধান শিক্ষক আবুল বশর। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির দাতা সদস্য আবদুল ওয়ায়েদ।
বক্তব্য রাখেন বদ্যালয়ের অভিভাবক সদস্য সাংবাদিক মুহাম্মদ আবুল হাসান, মো: জসীম উদ্দিন, শাহ আলম, আলমগীর বাবলু, শিক্ষক প্রতিনিধি মো: মনির উদ্দিন, খোরশেদা আক্তার, আতিকুল্লা ইউছুপ ও কার্তিক চন্দ্র শিকদার। নির্বাচিত অন্য সদস্যরা হলেন প্রতিষ্ঠাতা সদস্য কফিল উদ্দিন মাহমুদ ও মহিলা সদস্য মোর্শেদা আক্তার শিল্পী। নবনির্বাচিত সভাপতি ম্যানেজিং কমিটির সকল সদস্যদের প্রতি শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ







