পরশুরামে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার উপজেলা চত্বর আয়োজিত মেলার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) হাসিনা আক্তার, কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদাল, পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত হোসেন, ওসি (তদন্ত)মো. খালেদ দাইয়ান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএনম আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা কামরুল, জেলা পরিষদের সদস্য এম সফিকুল হোসেন মহিম, মহিলা সদস্য নিলুফার করিম, মির্জানগের ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্ট, চিথলিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, বক্সমাহমুদ ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেলায় সরকারী বেসরকারী ৪৫টি স্টলে সরকারের উন্নয়ন কার্যক্রমসহ সেবা প্রদান পদ্ধতি ও সেবা প্রদান করা হচ্ছে। পরে অতিতিবৃন্দরা ঘুরে ঘুরে মেলা স্টেল পরিদর্শন করেন। মেলা আগামী শনিবার রাত ৮টা পর্যন্ত চলবে। প্রতিদিন মেলা চলাকালীন সময় বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ/এসএইচএফ







