সোনাগাজীতে ১ নভেম্বর অনুষ্ঠিতব্য নৌকার উন্নয়নের জনসভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জনসভা মঙ্গলবার উপজেলা কার্যালয়ে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করে উপজেলা আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন।
দলের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান জেডএম কামরুল আনাম, কেন্দ্রীয় আওয়ামী মুক্তিযোদ্ধালীগের সভাপতি আব্দুল মজিদ ভুলু মিয়া, জেলা পরিষদের সদস্য ও উপজেলা স্বেচ্চাসেবকলীগের সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সৈয়দ দ্বীন মোহাম্মদ, মজলিশপুর ইউপি চেয়ারম্যান এমএ হোসেন, বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল, মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু, নবাবপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন।
উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমা-ার মোঃ ইছমাঈল, পৌর আওয়ামীলীগ সভাপতি ইমাম উদ্দিন সেলিম পাটোয়ারী, সোনাগাজী পৌর প্যানেল মেয়র শেখ কলিম উল্যাহ রয়েল, পৌর কাউন্সিলর আইয়ুব আলী খাঁন, উপজেল কৃষকলীগের সভাপতি, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের প্রমুখ।
প্রস্তুতি সভায় পহেলা নভেম্বরের জনসভা সফলের লক্ষে ২৬শে অক্টোবর ইউনিয়ন আওয়ামীলীগ, ২৮শে অক্টোবর ওয়ার্ড আওয়ামীলীগ ও ২৯শে অক্টোবর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সকল নেতৃবৃন্দ নিয়ে আলোচনা সভা করার কর্মসূচি ঘোষণা করে উপজেলা আওয়ামীলীগ।
সম্পাদনা: আরএইচ/ এএইচআর