ফেনীতে জেল হত্যা দিবসে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সভাপতি আবদুর রহমান বিকম।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি জাহানার বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আক্রামুজ্জামান, সহ-সভাপতি হাফেজ আহমেদ, ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক রিপন, করিম উল্লাহ বিকম, জেলা যুবলীগের সেক্রেটারী শুসেন চন্দ্র শীল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড় মনি, যুব মহিলা লীগের সভাপতি হাছিনা আক্তার নিঝুম, যুবলীগ, ছাত্রলীগসহ জেলা আ’লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে জেল হত্যায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
সম্পাদনা: আরএইচ/এএইচআর







