‘সুন্দর করে সালাম দেয়ার মাধ্যমে সবার প্রিয় হওয়া যায়’ • নতুন ফেনীনতুন ফেনী ‘সুন্দর করে সালাম দেয়ার মাধ্যমে সবার প্রিয় হওয়া যায়’ • নতুন ফেনী
 ফেনী |
২১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

‘সুন্দর করে সালাম দেয়ার মাধ্যমে সবার প্রিয় হওয়া যায়’

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:২৩ অপরাহ্ণ, ১৬ নভেম্বর ২০১৮

‘সুন্দর করে সালাম দেয়ার মাধ্যমে সবার প্রিয় হওয়া যায়’- বলেছেন ইউটিউবার ও টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। ফেনী জেলা শিল্পকলা একাডেমীতে ‘ক্যাম্পেইন বাংলাদেশ’ আয়োজিত দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালায় এ কথা বলেন তিনি।

আয়মান সাদিক বলেন, নিজেকে তিন শব্দে প্রকাশ করা যায় এমন একটি বাক্য তেরী করে সেই বাক্য দিযে ছোট্র একটি বক্তব্য তৈরী করে রাখতে হবে যাতে খুব সহজে সবার সামনে নিজেকে ভালোভাবে উপস্থাপন করা যায়। এমন কিছু করো যাতে মানুষ তোমাকে পাত্তা দিতে বাধ্য হয়। শুধু একটা গুণ দিয়েও সবার প্রিয় হওয়া যাবে সেটি হচ্ছে সুন্দর করে সালাম দেয়া। ফইসবুক, ইমেইল একাউন্টে নিজের নামের পূর্বে ডিজে, আরজে, এঞ্জেল, প্রিন্সেস ইত্যাদি অহেতুক কিছু যোগ না করার উপদেশ দেন তিনি। কিভাবে সিভি তৈরী করতে হবে, সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি নিতে হবে,কথা বলার সময় শারীরীক ভঙ্গি কেমন হওয়া উচিত সহ জীবনে চলার পথে প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতার প্রয়োজনীয়তা এবং অর্জনের নির্দশনা প্রদান করেন।

অনুষ্ঠানে অপটিমেক্স কমিউনিকেশনের সিইও ইকবাল বাহার বলেন, ডেটিং করে সময় নষ্ট না করে ভালোবাসাকে অণুপ্রেরণা হিসেবে নিতে হবে। নিজেকে ভালোবাসতে হবে নিজের জেলাকে ভালোবাসতে হবে। ভালোবাসার প্র্রতিদান হিসেবে জেলার জন্য বিভিন্ন সেচ্চাসেবামূলক, উন্নয়নমূলক কাজ করতে হবে। বাবা-মাকে ভালোবাসতে হবে অনেক বেশি শ্রদ্ধা করতে হবে। ইকবাল বাহার তার বক্তব্য তিনি নিজের জীবনের সফলতার গল্প তুলে ধরেন। তিনি ভালোবাসার জন্য অনেক কঠিন কাজকে সহজ করে নিয়েছেন চ্যালেঞ্জ গ্রহন করেই আজকের এই অবস্থানে আসতে পেরেছেন।

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড’র এজিএম হাছান মাহমুদ, মুসলিম চ্যারিটি ইউকে’র কান্ট্রি কো-অডিনেটর ফজলুল করিম, এক্সিস মেডিকেল স্কুলের সিইও ডাঃ সাবেদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট’র আইনজীবি রাশেদা চৌধুরী নিলা, ঢাকা লাইভ’র কো-ফাউন্ডার রিয়াদুল হক, স্কুল অব ইজ্ঞিনিয়ারের প্রতিষ্ঠাতা নাজিম সরকার, এক্সিস মেডিকেল স্কু ‘র প্রজেক্ট কো-অডিনেটর রেদওয়ান মাহমুদ রেজা, স্টারলাইন গ্রুপের পরিচারক মাঈন উদ্দিন ও আবৃত্তি সংসদ ফেনী’র সভাপতি এখলাস উদ্দিন খন্দকার বাবলু বক্তব্য রাখেন।
সম্পাদনা: আরএইচ/এনজে

আপনার মতামত দিন

Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.