ফেনীর ছাগলনাইয়ায় বাংলাদেশ-ভারত সীমান্ত হাটে অনির্দিষ্ট কালের ধর্মঘট ডেকেছে ব্যবসায়ীরা। মঙ্গলবার সকাল থেকে ধর্মঘট ডাকার কারণে বন্ধ রয়েছে বাজারের কার্যক্রম। এদিকে দু’ দেশের কর্মকর্তাদের যৌথ বৈঠকের মাধ্যমে সংকট সমাধান হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ব্যবসায়ী ও স্থানীয়রা জানায়, ২০১৫ সালের ১৩ জানুয়ারী বাংলাদেশের ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম ও ভারতের শ্রীনগর সীমান্তের দু’ দেশের সম্প্রতি ও বাণিজ্য প্রসারে সীমান্তহাট চালু হয়। হাটের শুরুতে দু’দেশের আশপাশের পাঁচ কিলোমিটারে বসবাসরত গ্রামবাসীদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বেচাকেনার উদ্দেশ্যে ২৭জন করে ব্যবসায়ীকে স্থান বরাদ্ধ দেয় হয়।
ভারতীয় বিএসএফ’র কড়াকড়ির কারণে সীমান্তহাট থেকে ভারতীয়দের উপস্থিতি কমে যাওয়ায় ও কম পণ্য ক্রয় করতে বাধ্য করায় ক্ষতির সম্মুখি হচ্ছে বাংলাদেশী ব্যবসায়ীরা। অন্যদিকে প্রতি মঙ্গলবার ভারতীয় ব্যবসায়ীরা কোটি টাকার পণ্য বিক্রি করছে বাংলাদেশী ক্রেতাদের কাছে। এ নিয়ে বাংলাদেশী ব্যবসায়ীরা স্থানীয় প্রশাসনকে একাধিক বলেও কোন সুরাহা না হওয়া ১৫ জানুয়ারী বিক্ষোভ করে ব্যবসায়ীরা। পরে গত কাল ২২ জানুয়ারী থেকে অনির্দিষ্ট কালের ধর্মঘটের ডাক দেয় স্থানীয় ব্যবসায়ীরা।
সীমান্তহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান জানান, আজ মঙ্গলবার সকাল ৯ টা থেকে আমরা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছি। তিনি জানান তাদের দাবী না মানা পর্যন্ত এ আন্দোলন চলবে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জমান জানান, সমস্যা নিরসনে আলোচনা চলছে। শীঘ্রই দু’ দেশের সংশ্লিষ্টদের নিয়ে যৌথ ভাবে পতাকা বৈঠকে বসবে।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







