ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রচন্ড ভাবে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই। কোন চক্রান্ত-ষড়যন্ত্র এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে রুখতে পারবে না। আর উন্নতির শিখরে পৌঁছতে শিক্ষার কোন বিকল্প নেই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফেনী সদর উপজেলার ফকিরহাট আবু বকর উচ্চ বিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরীক্ষাথীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ফেনী ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল। এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন, ফেনী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. নাজনীন সুলতানা। ফকিরহাট আবু বকর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ আবদুর শুক্কুর মানিকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোহাং আলমগীর চৌধুরী, সাবেক সহকারী শিক্ষক হাজী এ.কে এম সামসুদ্দিন (কালাম স্যার)। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাং আলমগীর চৌধুরী জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
ফকিরহাট আবু বকর উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে প্রধান অতিথি স্কুলে একটি শহীদ মিনার প্রতিষ্ঠায় জেলা পরিষদের পক্ষ থেকে অনুদানের ঘোষণা ও শুসেন চন্দ্র শীল দুই লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।
দশম শ্রেণীর শিক্ষার্থী সাহেদাতুল জান্নাত ও মারুফা সুলতানার যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বালিগাঁও ইউনিয়নের ইউপি সদস্য শেখ কামাল, হাসান শরিফ, ধলিয়া ইউনিয়নের ইউপি সদস্য ডা. শাহাজাহান সিরাজ সুমন, বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য সানা উল্যাহ ফয়সাল, দাতা সদস্য নুর করিম, অভিভাবক সদস্য মাস্টার সরওয়ার জাহান, সদস্য আবুল কালাম, আলা উদ্দিন ও নিজাম উদ্দিন
শেষে ২০১৯ সালের এসএসসি পরীক্ষাথীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফকিরহাট জামে মসজিদের খতিব মাওলানা মমিনুল হক।
সম্পাদনা: আরএইচ/এমপি







