ফেনীতে পুলিশ সপ্তাহে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরের ফেনী মডেল থানার সামনে র্যালির উদ্বোধন করেন পুলিশ সুপার এসএম জাহাঙ্গির আলম সরকার। র্যালিটি শহরের ট্রাংক রোড হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা পুলিশ লাইন সমাবেশে মিলিত হয়।
র্যালিতে অতিরিক্ত পুলিশ সুপার কাজি মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং মারমা, সহকারী পুলিশ সুপার (ডিএসবি), জেলা ট্রাফিক পুলিশের অফিসার ইনচার্জ (টিআই) মীর গোলাম ফারুক, জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাশেদ খাঁন চৌধুরী, ফেনী মডেল থানার পরিদর্শক আবুল কালাম আজাদ, পরির্দশক তদন্ত মো. সাজেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
র্যালি শেষে পুলিশ কর্মকর্তারা ট্রাফিক সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন। র্যালিতে জেলা পুলিশের সদস্য, পরিবহণ নেতা ও পরিবহণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







