ফেনীতে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে শহরের পাঠানবাড়ী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন দুইজনকে আটক করেছে।
পুলিশ ও স্বজনরা জানায়, রবিবার রাত নয়টার দিকে আরাফাত হোসেন (১২) শহরের পাঠানবাড়ী এলাকার মোমিন জাহান মসজিস সংলগ্ন বাসার সামনে থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পরও না পেয়ে স্বজনরা পুলিশকে খবর দেয়। পরে সোমাবর দুপুরে একই এলাকার একটি বাসার পাশে মাটিতে পুতে রাখা অবস্থায় তার লাশ উদ্ধার করে। নিহত আরাফাত শহরের পুলিশ লাইন্স স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্র ও প্রবাসী জসিম উদ্দিনের ছেলে।
এদিকে খবর পেয়ে পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ আধুনিক ফেনী সদর হাসপাতালের প্রেরণ করা হয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রহস্য উদঘটনে পুলিশ কাজ করছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
সম্পাদনা: আরএইচ/এনজেটি