সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজীতে অবরোধকারীদের হামলায় নিহত বেলাল হত্যাকান্ডে জড়িতদের বিচারের আশ্বাস দিয়েছেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ। বুধবার বিকালে নিহতের পরিবারের সদস্যদের সাথে দেখা করে তিনি এ কথা বলেন। এসময় তিনি খুনিদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে বিচারের কাঠগড়ায় দাড় করানো হবে বলেও স্বজনদের জানান।
এর আগে মঙ্গলবার রাতে অবরোধকারীদের হামলায় আহত হন সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন ও যুবলীগকর্মী মোবারক হোসেন। তাদের শোর-চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বেলাল হোসেন হোসেন অবস্থা আশঙ্কাজনক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়। নিহত বেলাল হোসে ওই গ্রামের জেবল হকের ছেলে ও আহত মোবারক হোসেন একই গ্রামের আবুল কাশেমের ছেলে।
সম্পাদনা: আরএইচ
বেলাল হত্যায় জড়িতদের বিচারের আশ্বাস এমপি রহিম উল্যাহ’র







