রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুনে পুড়ে অঙ্গার তিন জনের মরদেহ ফেনীতে দাফন করা হয়েছে। শুক্রবার ফেনী সদর উপজেলার লেমুয়ায় মো. ইব্রাহীম (২৭) ও আনোয়ার হোসেন (২৫) ও সোনাগাজী উপজেলার নবাবপুরে সুজাউল হক’র (৫৬) মরদেহ পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
নিহত সুজাউল হক’র ছেলে মো. পারভেজ জানান, তার বাবা সুজাউল হক দীর্ঘদিন ধরে চকবাজারে পুড়ে যাওয়া একটি ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। একই এলাকার একটি প্লাস্টিক কারখানার সামনে পান বিক্রি করতেন বোনের স্বামী মো. ইব্রাহিম ও আনোয়ার হোসেন। বুধবার রাতে চক বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে তিনজন দগ্ধ হয়ে মারা যান।
নিহত সুজাউল হক সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের গোয়ালিয়া গ্রামের আযু মিয়ার ছেলে। মো. ইব্রাহীম ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের আজিজুল হকের ছেলে ও সুজাউল হক জামাতা। অপরজন আনোয়ার হোসেন একই গ্রামের সাদেরক ভূঞার ছেলে।
এদিকে বৃহস্পতিবার ভোররাতে মরদেহ ফেনী এসে পৌঁছলে স্বজনদের আহাজারীতে আকাশ-বাতাশ ভারী হয়ে ওঠে। মরদেহ দেখতে স্বজনরা ছাড়াও শত-শত মানুষ ভীড় জমায়। পরে সকালে পৃথক স্থানে জানাযা শেষে তাদের মরদেহ দাফন করা হয়।
এর আগে বুধবার রাত দশটার দিকে রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় গাড়ীর সিলিন্ডার বিস্ফোরণে আশপাশের ক্যামিকেল প্লাস্টিক কারখানায় আগুন ধরে ওয়াহেদ ম্যনশানসহ বেশ কয়েকটি ভবন ধ্বংসস্তুপে পরিণত হয়। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের ২ শতাধিক কর্মী টানা দশ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও অগ্নিদগ্ধ হয়ে প্রায় ৭০জন মারা যান।
সম্পাদনা: আরএইচ/এনজেটি