সোনাগাজীতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শাহীন মাহমুদ (২০) নামের এক বখাটে যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মতিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলা এজহারে জানা যায়, ওই ছাত্রী ও শাহীনের পরিবার একই এলাকায় ভাড়া থাকেন। শাহীন ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন। বিষয়টি মেয়ের পরিবার শাহীনের পরিবারকে জানায়। কিন্তু কোনো লাভ হয়নি। শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রীর মা তাঁর ছোট বোনকে নিয়ে ওষুধ আনতে সোনাগাজী পৌরশহরে যায়। এর কিছুক্ষণ পর শাহীন ওই ছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। মা বাসায় ফিরলে মেয়ে তাকে সবকিছু জানায়। মেয়েকে নিয়ে তিনি শাহীনের মায়ের কাছে গিয়ে বিচার চাইলে শাহীনের মা তা অস্বীকার করে তাদের তাড়িয়ে দেন। এরপর মেয়ের পরিবার একই দিন রাতে সোনাগাজী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করেন। পরে পুলিশ রাতে বাড়ি থেকে শাহীনকে গ্রেপ্তার করে।
সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হুসেন বলেন, ছাত্রীর শারীরিক পরীক্ষা ও জবানবন্দি রেকর্ড করা হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শাহীন ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ/এএইচ