ফেনীতে জলাশয় ভরাটের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার দুপরে শহরতলীর মালিপুরে এ আদেশ দেন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুরের জামান চৌধুরী।
আদালত সূত্র জানায়, খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় শহর তলীর মালিপুর গ্রামের মৌলভী আবদুল হকের ছেলে মো: নুরুল করিমের (৫০) একটি জলাশয় ভরাট করতে দেখা যায়। পরে তাকে প্রাকৃতিক জলাধারসহ খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান ইত্যাদি সংরক্ষণ আইন ২০০০ এর ৮(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
মোঃ নুরের জামান চৌধুরী বলেন, প্রাকৃতিক জলাশয় নানা অগ্নি দূর্ঘটনাসহ নানা ধরণের ক্ষতি থেকে আমাদের রক্ষা করে। জলাধার সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জনগণকে অবহিত করে এবং ভবিষ্যতে এই সব প্রাকৃতিক জলাধার সংরক্ষণের জন্য সকলকে সচেষ্ট হওয়ার জন্য আহবান জানান তিনি।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







