ফেনীতে ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের কলেজ রোডস্থ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুর রহমান বি.কমের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ মজুমদার ও আবুল হাশেম, দপ্তর সম্পাদক শহীদ উদ্দিন খন্দকার, ফেনী পৌর আওয়ামী লীগ সভাপতি আইনুল কবির শামীম, সাধারণ সম্পাদক আবদুল করিম, জেলা মহিলা লীগ সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড় মনি, সদর উপজেলা মহিলা লীগ সভাপতি জোসনা আরা জুসি, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জিয়াউল হক হাজারী, ফেনী সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ, জেলা যুব মহিলা লীগ সভাপতি হাসিনা আক্তার নিঝুম, জেলা ছাত্রলীগ সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ প্রমূখ।
এর আগে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ ও ছাত্র লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।
সম্পাদনা: আরএইচ/এনজেটি