ফুলগাজীতে হঠাৎ ৮ ছাত্রী অজ্ঞান – নতুন ফেনী ফুলগাজীতে হঠাৎ ৮ ছাত্রী অজ্ঞান – নতুন ফেনী
 ফেনী |
১৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফুলগাজীতে হঠাৎ ৮ ছাত্রী অজ্ঞান

নিজস্ব প্রতিনিধিনিজস্ব প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:২৫ অপরাহ্ণ, ১৮ মার্চ ২০১৯

ফেনীর ফুলগাজী উপজেলার বন্দুয়া দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে সোমবার সকালে জাতীয় সংগীত পরিবেশনের পরে ছাত্র-ছাত্রীরা শ্রেণিকক্ষে প্রবেশ করার সাথে সাথেই নবম শ্রেণীর ছাত্রী শামীমা আক্তার হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। তাকে অজ্ঞান হতে দেখে সপ্তম শ্রেণী ও অষ্টম শ্রেণীর আরো ৭ ছাত্রী অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হক মজুমদার জানান, খবর পেয়ে সাথে সাথে তিনি ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে ফোনে অবগত করেন। এছাড়া ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দিলে সেখান থেকে ডাক্তার শরফুদ্দিন মাহমুদ এসে তাৎক্ষণিক অজ্ঞান হওয়া ৮ ছাত্রীকে পর্যবেক্ষণ করে ফেনী সদর হাসপাতালে প্রেরণ করেন। অজ্ঞান হওয়া ছাত্রীরা হলো- নবম শ্রেণীর শামীমা আক্তার, অষ্টম শ্রেণীর সাবরিনা আক্তার, সপ্তম শ্রেণীর রাজিয়া সুলতানা, নাজিফা আক্তার, সায়েরা আক্তার, তানিয়া আক্তার, উম্মে সুমাইয়া, নাহিদা আক্তার।

এসময় ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিনা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, এটি ‘ম্যাস হিস্টরিয়া’ রোগ হতে পারে। এ ধরনের রোগ হলে বিশেষ করে ছাত্রীরা হঠাৎ করে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে, মানসিক ও আবহাওয়া পরিবর্তনের কারণে এ ধরনের রোগ হতে পারে।
সম্পাদনা: আরএইচ/এনজেটি

আপনার মতামত দিন

casibomcasibom girişcasibomcasibom girişcasibom güncel girişjojobet güncel girişcasibom girişcasibom güncel girişcasibomcasibom girişcasibom güncel girişjojobetjojobet girişcasibomcasibom girişcasibom güncel girişjojobetjojobet girişjojobet güncel girişkavbetkavbet girişkavbetkavbet girişkavbetkavbet girişcasibom güncel girişmarsbahismarsbahis girişmarsbahis güncel girişholiganbetholiganbet girişholiganbet güncel girişcasibomcasibom girişcasibomcasibom girişcasibomcasibom girişcasibomcasibom girişcasibomcasibomcasibom girişcasibom güncel girişcasibomhttps://casibom-oyunlar.net/casibomcasibom girişcasibom girişcasibom bonuscasibomcasibomcasibom girişcasibom güncel girişcasibomcasibomcasibom girişcasibomcasibomcasibomcasibom girişcasibomcasibom girişcasibomcasibom giriş
Android App
Android App
Android App
© Natun Feni. All rights reserved. Design by: GS Tech Ltd.