ফেনীতে প্রাইভেটকার ভর্তি মাদক উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকা তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে কুমিল্লা থেকে মাদক ভর্তি একটি গাড়ী চট্টগ্রামের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই এলাকায় একটি চেকপোস্ট বসায় র্যাব। এসময় একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো-গ-২১-৮৩৮৫) গতিবিধি সন্দেহ হলে থামনে নির্দেশ দেয়। প্রাইভেট কার না থামিয়ে দ্রæত পালিয়ে যেতে চাইলে র্যাব ধাওয়া দিয়ে গাড়ীটির গতি রোধ করে। পরে কারের ভিতর থেকে ৭৭ কেজি গাঁজাসহ মোঃ আক্কাছ মিয়াকে (৩৫) আটক করে র্যাব। আটককৃত আক্কাছ মিয়া বি-বাডিয়া জেলার আখাউগা থানার আনোয়ারপুর এলাকার মো, ছাদেক মিয়ার ছেলে।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আক্কাছ মিয়া দীর্ঘদিন যাবত বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লক্ষ ১৬ হাজার টাকা এবং জব্দকৃত প্রাইভেট কারের আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা।
ফেনীস্থ র্যাব-৭ এর সহকারি পুলিশ সুপার মোঃ নুরুজ্জামান আটককৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







