‘ক্রীড়ায় বিশ্ব সম্প্রীতি, বাংলাদেশের অগ্রগতি’এ প্রতিপাদ্য সামনে রেখে ফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফেনীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের বর্ণাঢ্য র্যালি বের হয়।
শনিবার সকাল ১০টার দিকে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। র্যালিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ওয়াহিদুজজমান।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম, সদস্য মো. আজম চৌধুরী, নুরুল আফছার কবির শাহাজাদা, আশ্রাফুল আনোয়ার শিমুল, মোহাম্মদ তৌহিদুল ইসলাম তুহিন, ফেনী ক্রিকেট একাডেমী, ফুটবল একাডিমী ও সাইক্লিষ্ট এসোসিয়েশনের সদস্যবৃন্দ র্যালীতে অংশ গ্রহণ করেন।
সম্পাদনা: আরএইচ/এনজেটি