ফেনীতে গরু বলে মহিষের মাংস বিক্রির দায়ে ৬ ব্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপরে শহরের বিভিন্ন অভিযান চালিয়ে এ আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা।
আদালত সূত্র জানায়, মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজালপণ্য বিক্রি রোধে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এসময় পৌর সুলতান মাহমুদ হকার বাজারে গরুর মাংসে রঙ মিশিয়ে মহিষের মাংস ও ছাগল বলে ভেড়ার মাংস বিক্রির দায়ে ৬ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করেন আদালত। এসময় মুদি দোকান ও কাঁচা বাজারসহ বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেন আদালত। এসময় আরো তিন প্রতিষ্ঠানকে আরো ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল চাকমা, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা জানান, রমজান মাস জুড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রন ও ভেজালপণ্য বিক্রি রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদনা: আরএএইচ/এনজেটি







