ফেনীতে কেজি প্রতি ২৬ টাকা ধরে ধান ও ৩৬ টাকা ধরে চাল সংগ্রহ শুরু করেছে খাদ্য অধিদপ্তর। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী এবার জেলার ৬টি উপজেলা থেবে ৮৭৩ মেট্টিক টন ধান ও ২ হাজার ৯শ৪২ কেজি চাল সংগ্রহ করা হবে।
জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবার ফেনী সদর উপজেলায় ২৬৩ মেট্টিক টন, ছাগলনাইয়া উপজেলায় ১৫৯ মেট্টিক টন, দাগনভূঞা উপজেলায় ১৯০ মেট্টিক টন, পরশুরাম উপজেলায় ৯৪ মেট্টিক টন, ফুলগাজী উপজেলায় ১৩৪ মেট্টিক টন ও সোনাগাজী উপজেলা থেকে ৩৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। কৃষকরা মনপ্রতি ১ হাজার ৪০ টাকা করে পাবেন। এছাড়াও কেজি প্রতি ৩৬ টাকা ধরে জেলার ৬টি উপজেলার চালকলগুলো থেকে ২ হাজার ৯৪২ মেট্টিক টন চাল সংগ্রহ করা হবে।
এদিকে কেজিপ্রতি ধান ২৬ টাকা নির্ধারিত হলেও অসাধু কর্মকর্তাদের যোগসাজেসে ধান ও চাল ব্যবসায়ীদের কাছ থেকে এগুলো সংগ্রহ করার অভিযোগ উঠেছে। ফলে সাধারণ কৃষকরা স্থানীয় মজুদদারদের কাছে কম দামে এসব বিক্রি করতে হচ্ছে।
ফেনী সদর উপজেলার বালিগাঁও কৃষক আবুল কালাম জানান, সরকার নির্ধারিত মূল্যে ধান ও চাল বিক্রি করতে পারলে কোন রকম খরচ পুষিয়ে নেয়া যেত। কিন্তু সরকারী কর্মকর্তারা ধান ব্যবসায়ী ও চালকল মালিকদের কাছ থেকে কিনে নেয়ায় কৃষকরা ক্ষতির সম্মুখিন হয়।
জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম কায়ছার আলী অভিযোগ অস্বিকার করে জানান, গত ১৬ মে থেকে জেলার ৬টি উপজেলায় একযোগে ধান ও চাল কেনা শুরু হয়েছে। কৃষকদের কাছ থেকে ধান ও চাল ক্রয়ে কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।
সম্পাদনা: আরএইচ/এনজেটি