ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে শহরতলীর বারাহিপুর এলাকার একটি নির্মানাধীন ভবনের নিচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ইন্সপেক্টর শহিদ, শাহিন মিয়ার নেতৃত্বে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় একটি দেশীয় তৈরী পাইপ গান, ৩ টি অত্যাধুনিক ছোরা, একটি শাবল ও ২ টি মুখোশসহ বারাহিপুর রেলগেট এলাকার মজল হকের ছেলে এনামুল হক এনাম (২৯), ফেনী সদর উপজেলার পশ্চিম সোনাপুর গ্রামের মৃত আবদুস সালামের ছেলে জাহিদ (২২), দাগনভূঞা উপজেলার মোহাম্মদপুর গ্রামের ইমাম হোসেনের ছেলে রিয়াদ (২৩) ও সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের মৃত লাতু মিয়ার ছেলে ইকবাল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয় পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃত এনামুল হক এনামের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলাসহ ১৩টি মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রজু করত ৫ দিনের রিমান্ডের প্রতিবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







