ফেনীতে ৩ হাজার ৭শ’ ৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারীকে আটক করেছে র্যাপিড এ্যকশন ব্যাটালিন (র্যাব)। সোমবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল হাজারী সড়কের মুখ থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই অংশে অভিযান চালায় র্যাব। মাদক কারবারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় কুমিল্লার মধ্যম মাঝিগাছা গ্রামের মমতাজ মিয়ার ছেলে মো. সাইফুল ইসলামকে (৩৪) আটক করে। পরে তার দেহ তল্লাসি করে প্যান্টের পকেট থেকে ৩ হাজার ৭শ’ ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, আটককৃত সাইফুল ইসলাম দীর্ঘদিন যাবত কুমিল্লা ও ফেনী জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৮ লক্ষ ৯৫ হাজার টাকা।
ফেনীস্থ র্যাব-৭ এর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক মোঃ জুনায়েদ জাহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ও জব্দকৃত মাদক ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ/এনজেটি