বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে জিলহজ মাসের ১০ তারিখ অর্থাৎ আগামী ১২ আগস্ট সোমবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এ ঘোষণা দেওয়া হয়।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আবদুল্লাহ সভায় সভাপতিত্ব করবেন। সভায় জানানো হয়, ‘শুক্রবার বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসাবে আগামী ১০ জিলহজ অর্থাৎ ১২ আগস্ট সোমবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।’
সম্পাদনা: আরএইচ/এনজেটি