হিন্দু ধর্মাবলম্বীদের মতে পূন্যতিথিতে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পূজা উদযাপন পরিষদের আয়োজনে শুক্রবার (২৩ আগস্ট) ফেনীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শহরের ট্রাংক রোডের জয়কালী মন্দিরে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজীব খগেশ দত্ত ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রিয়রঞ্জন দত্ত, ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ বিমল কান্তি পাল, সাবেক অধ্যক্ষ উৎপল কান্তি বৈদ্য, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী।
আলোচনা সভা শেষে দেশ জাতির মঙ্গল কামনায় এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।শোভশোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে সকালে জেলার ৬টি উপজেলায় মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে মন্দিরে মন্দিরে গীতা পাঠ ও পূজা অর্চনা করা হয়। রাতে শ্রীকৃষ্ণ পূজা ও নামসংকীর্তন অনুষ্ঠিত হয়।
সম্পাদনাঃ আরএইচ/ এনজেটি







