সোনাগাজীতে ৩৫০ জন হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন পথের ফুল ফাউন্ডেশন। শুক্রবার দুপুরে উপজেলার শাহাপুর আশ্রয়ণ প্রকল্পের ৭০টি দরিদ্র পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ সফিউল হকের সভাপতিত্বে ও সাংগাঠনিক সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আরেফিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাগাজী প্রেস ক্লাবের সভাপতি শেখ আবদুল হান্নান, অনলাইন নিউজ পোর্টাল নতুন ফেনী সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর ফেনী প্রতিনিধি রাশেদুল হাসান ও শাহাপুর ওয়ার্ডের ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক গেরিলা, নতুন ফেনীর ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম সনেট, সোনাগাজী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আলমগীর হোসেন রিপন, পথের ফুল ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।
সম্পাদনাঃ আরএইচ/ এনজেটি







