ফেনীতে পিকআপ ভর্তি মাদকসহ দুইজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। রবিবার দুপরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই এলাকায় চেকপোস্ট বসায় র্যাব। এসময় কুমিল্লা থেকে চট্টগ্রামগামী একটি পিকআপের গতিবিধি সন্দেহ হলে গাড়িটি থামানোর সংকেত দেয় র্যাব সদস্যরা। চালক গাড়িটি না থামিয়ে চেকপোস্ট অতিক্রম করে চলে গেলে ধাওয়া দিয়ে পিকআপটি জব্দ করা হয়।
এসময় কুমিল্লার চান্দিশকড়া এলাকার মৃত ফজলু মোল্লার ছেলে মো. আইয়ুব মোল্লা (২৮) ও চৌদ্দগ্রাম উপজেলার কিং শ্রীপুর গ্রামের কাজী মমতাজ উদ্দিনের ছেলে কাজী রুবেল হোসেনকে (২৭) আটক করা হয়। পরে তাদের দেখানো গাড়ীর ভিতর সুকৌশলে লুকানো ৪৬৭ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
নির্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে তারা দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে পিকআপ যোগে বিভিন্ন অভিনব কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের কাছে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লক্ষ ৬৭ হাজার টাকা এবং জব্দকৃত পিকআপ আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
ফেনীস্থ র্যাব-৭এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মো. জুনায়েদ জাহেদী জানান, আটককৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







