ফেনীর সোনাগাজী উপজেলার ওলামা বাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্রী নুসরাত জাহান মরণব্যাধি বøাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধ্যিক্ষণে রয়েছে। তার শ্রেণি রোল নম্বর ০১। নুসরাত জাহান উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের পশ্চিম চর চান্দিয়া গ্রামের মৌলভী ওবায়দুল হকের বাড়ীর আবদুল হাই ও রহিমা আক্তারের বড় মেয়ে।
নুসরাতের মা রহিমা আক্তার জানায়, চিকিৎসক জানিয়েছেন ক্যান্সারে আক্রান্ত নুসরাতের ব্যোন মেরো ট্রান্সলেশন করতে প্রায় ৪০ লাখ টাকার প্রয়োজন। আর্থিকভাবে নুসরাতের পরিবার খুবই অসচ্ছল। তারপরও গত ৮ মাসে ধার দেনা করে চিকিৎসায় প্রায় ১০ লাখ টাকা খরচ করেছেন। প্রতিদিনই ঔষুধের জন্যও টাকা সংগ্রহ করতে খুবই কষ্ট করছেন। মেয়েকে বাঁচাতে তিনি দেশ-বিদেশের সকল বিত্তবান লোকদের নিকট সহযোগিতা চেয়েছেন।
সাহায্য পাঠাতে পারেন বিকাশ- ০১৮১২ ৬১ ৯৬ ৮৭ (পার্সেনাল) নুসরাতের মা রহিমা আক্তার। বিস্তারিত জানতে যোগাযোগ করুন- ০১৮৩৯ ৭০ ৭৭ ৯৯ রহিমা আক্তার।
সম্পাদনা: আরএইচ/এনজেটি