মিরসরাই প্রতিনিধি>>
মিরসরাইয়ে ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ প্রাশাসক এম এ সালাম, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতেয়ার সাঈদ ইরান, সাধারণ সম্পাদক আবু তৈয়ব সহ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। মিরসরাই উপজেলা ছাত্র লীগের আহবায়ক মাইনুর ইসলাম রানা এবং যুগ্ন আহবায়ক এমরান হোসেন সোহেল বলেন, সমাবেশকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মিরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন, ২ পৌরসভা, পাঁচটি কলেজ ছাড়াও পাশ্ববর্তি সীতাকুন্ড উপজেলা থেকেও নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেবে। তৃনমুল পর্যায়ে ছাত্রলীগের কর্মীদের উজ্জীবিত করতে এ ছাত্র সমাবেশ ভূমিকা রাখবে।
সম্পাদনা: আরএইচ/এমইউ
মিরসরাইয়ে ছাত্র সমাবেশ বৃহস্পতিবার
