সোনাগাজীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্ফস্তবক অর্পন করেন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূইয়া) আসনের সাংসদ লেঃ জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেবসহ সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
পরে সোনাগাজী উপজেলার পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটনের নেতৃত্ব উপজেলা পরিষদ, সোনাগাজী মডেল থানা, সোনাগাজী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কাউন্সিল, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হান্নানের নেতৃত্বে সোনাগাজী প্রেসক্লাব, সোনাগাজী উপজেলা আওয়ামীলীগ সভাপতি প্রফেসর মফিজুল হকের নেতৃত্বে সোনাগাজী উপজেলার আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টুর নেতৃত্বে উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী রবিনের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ, সোনাগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টুর নেতৃত্বে উপজেলা বিএনপি, সোনাগাজী উপজেলা জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি সোনাগাজী উপজেলা, জাতীয় শ্রমিক পার্টি উপজেলা শাখা, পৌর যুবদলের, খালেদা জিয়া মুক্তি পরিষদ, সোনাগাজী পৌর ছাত্রলীগ, সোনাগাজী সরকারী কলেজ ছাত্রলীগ, চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সোনাগাজী উপজেলা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা, সোনাগাজী সরকারী কলেজ, এনায়েত উল্লাহ মহিলা কলেজ, সোনাগাজী উপজেলা শিক্ষক সমিতি, সোনাগাজী বাজার বনিক সমিতি, সোনাগাজী মোহাম্মদ সরকারী ছাবের পাইলট হাইস্কুল, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, সোনাগাজী ডেভেলপমেন্ট ফোরাম এসডিএফ, সোনাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাগাজী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়, সোনাগাজী উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতি, সোনাগাজী হ্যাপী ক্লাব, সোনাগাজী বাইকার্স সহ বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সর্বসাধারণ।
সম্পাদনা: আরএইচ/এএইচআর







