মিরসরাই প্রতিনিধি>>
ব্যবসায়ীদের দেখে নেয়ার হুমকি দেয়ায় বারইয়ারহাট পৌরসভার মেয়র তাহের আহাম্মদ’র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে স্থানীয় ব্যবায়ীরা। অন্যদিকে এর প্রতিবাদে বুধবার সকাল থেকে তারা মাছ-মাংস বিক্রি বেচাকেনা বন্ধ করে ধর্মঘট পালন করে।
বারইয়ারহাট পৌর মাছ ব্যবসায়ী বাদশা মিয়া জানান, মেয়র মাছ ও মাংস ব্যবসায়ীদের মৌখিক ভাবে প্রথম তলার দোকান ঘর ছেড়ে দ্বিতীয় তলা চলে যেতে বলে। কিন্তু দ্বিতীয় তলায় পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই। বুধবার সকালে মেয়র এসে ব্যবসায়ীদের উঠে যেতে বলে। তারা প্রতিবাদ করায় ব্যবসায়ীদের দেখে নেয়ার হুমকী দেন মেয়র। এ ঘটনায় মিরসরাইয়ের সাংসদ গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, উপজেলা নির্বার্হী কর্মকর্তা, জোরারগঞ্জ থানাসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেয়া হয়।
বারইয়ারহাট পৌর মেয়র তাহের আহম্মদ বলেন, ব্যবসায়ীদের সাথে আমার কোন বিরোধ নেই। তিনি বুধবার সকালে তরকারি ভবনের সামনে একটি সিঁড়ি নির্মাণের জন্য জায়গা দেখতে গিয়ে ছিলেন।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক বিপুল দেবনাথ জানান, বুধবার স্থানীয় ব্যবসায়ীরা মেয়রের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছে। অভিযোগটি তদন্ত করে দেখা হবে।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন দাপ্তরিক কাজে উপজেলার বাইরে থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সম্পাদনা: আরএইচ/এমইউ
বারইয়ারহাট পৌর মেয়রের বিরুদ্ধে অভিযোগ







