নতুন ফেনী ডেস্ক>>
ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের ফেনী জয়নাল হাজারী কলেজ সংলগ্ন কালিপাল এলাকায় দূর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ নির্মাণ শ্রমিক নওশাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তির জন্য পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে ফেনী সদর হাসপাতলে মেডিকেল অফিসার অসিম কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বুধবার বুধবার রাত ১০টার দিকে সোনাগাজী উপজেলার ডাক বাংলা এলাকা থেকে কাজ শেষ করে সিএনজি অটোরিক্সাযোগে ফেনীর বাসায় ফিরছিলেন। গাড়িটি কালিপাল এলাকায় আসার পর দূর্বৃত্তরা তাতে পেট্রোল বোমা হামলা চালায়। এতে পেছনের আসনে থাকা নওশের দগ্ধ হন। তাঁর মুখমন্ডল ও হাতসহ দেহের বিভিন্ন অংশ পুড়ে যায়। তাকে প্রথমে ফেনী সদর হাসপাতালে নেয়া হয়।
এদিকে ফেনী থানার পরিদর্শক মাহবুব মোরশেদ জানান ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে পেট্রোল বোমায় দগ্ধ শ্রমিককে ঢাকা মেডিকেলে প্রেরণ
