মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদদের কম্বল বিতরণ করেছে ফেনী সদর উপজেলা পরিষদ। বুধবার সকালে শহরের দাউদপুল ব্রীজ সংলগ্ন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কম্বল বিতরণ করেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বি.কম।
এ সময় ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) মৌমিতা দাশ, প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আফতাবুল ইসলাম, সাবেক কমান্ডার নুরুল আফসার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়নের সাড়ে তিনশত মুক্তিযোদ্ধাকে কম্বল বিতরণ করা হয়।
সম্পাদনা: আরইচ/এনজেটি







